বগুড়া লেখক চক্রের বর্ষার কবিতা পাঠ উৎসব আজ (শুক্রবার)
আজ শুক্রবার (২০/৬/১৪) বগুড়ায় অন্যরকম এক দিন কাটাবে বগুড়ার কবিতাপ্রেমিরা। বগুড়া লেখক চক্রের আয়োজনে আজ বিকেল ৪ টায় উডবার্ণ পাবলিক লাইব্রেরী হলে অনুষ্ঠিত হবে বর্ষার কবিতা পাঠ উৎসবের। অনুষ্ঠানের শিরোনাম ‘বর্ষায় কবিতা, কবিতায় বর্ষা’। বগুড়ার অগ্রজ-অনুজ প্রায় ১০০ জন কবির কণ্ঠে পঠিত হবে তাঁদের লেখা বর্ষাকালের কবিতা। বর্ষায় কবিতার এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়ার অন্যতম কবি, অনুবাদক ও শিক্ষাবিদ বজলুল করিম বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি, প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, কবি-সম্পাদক আব্দুর রাজ্জাক, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না এবং বগুড়া লেখক চক্রের উপদেষ্টা আতিকুর রহমান মিঠু ও এ্যাড. পলাশ খন্দকার। স¦রচিত কবিতা পাঠে অংশ নিবেন-বজলুল করিম বাহার, মুহম্মদ শহীদুল্লাহ, রেজাউল করিম চৌধুরী, জি এম হারুন, শোয়েব শাহরিয়ার, মাহমুদ হাসান, আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ ইকবাল, খন্দকার বজলুর রহিম, খৈয়াম কাদের, পলাশ খন্দকার, আব্দুল খালেক, শিবলী মোকতাদির, পান্না করিম, হাবীবুল্লাহ জুয়েল, আজিজার রহমান তাজ, কামরুজ্জামান মাসুম, ইসলাম রফিক, জি এম সজল, জে এম রউফ, মনসুর রহমান, অমিত রেজা চৌধুরী, দেলোয়ারা মিনা, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, আমির খসরু সেলিম, মিতা নূর, কামরুন নাহার কুহেলী, রোদসী নিতা, সিকতা কাজল, সতেজ মাসুদসহ আরো অনেকে।
আজ কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের জন্মদিন
আজ ৩০ মে বিশিষ্ট কবি ও সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ দুলালের জন্মদিন। উল্লেখ্য, সাইফুল্লাহ মাহমুদ দুলাল ছাত্র জীবনেই সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে ইত্তেফাকের কানাডা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে সরকারি-বেসরকারি বিভিন্ন মিডিয়ায় কাজ করেছেন। লিখেছেন অনেক জনপ্রিয় সঙ্গীত ও নাটক।
বিটিভিতে উপস্থাপনা করেছেন শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান ‘দৃষ্টি ও সৃষ্টি’। প্রবাসের সংবাদপত্রের জন্য ঢাকায় প্রতিষ্ঠা করেছেন নিউজ মিডিয়া ‘স্বরব্যঞ্জন’ এবং ‘পাঠশালা’ প্রকাশনা সংস্থা। শিল্প-সাহিত্যের সব শাখাই তিন দশক ধরে জড়িত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশ। উল্লেখযোগ্য গ্রন্থ- তৃষ্ণার্ত জলপরী, একি কা- পাতা নেই, নিদ্রার ভেতর জেগে থাকা, নির্জনে কেনো এতো কোলাহল, নীড়ে নিরুদ্দেশে, শিল্পসাহিত্যে শেখ মুজিব, কানাডায় যাবেন কেনো যাবেন, বীর বিচ্ছু, কাছের মানুষ দূরের মানুষ প্রভৃতি। তিনি জাতির জনক বঙ্গবন্ধু পদক, মাইকেল মধুসূদন দত্ত পুরষ্কার, মুক্তধারা সাহিত্য পুরষ্কার, সৈয়দ নজরুল ইসলাম পদকসহ অনেক সন্মাননা পেয়েছেন। এছাড়াও টরন্টোর অধুনালুপ্ত সাপ্তাহিক বাংলা রিপোর্টারের প্রধান সম্পাদক ছিলেন। বর্তমানে সপরিবারে কানাডায় বসবাস করছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন