অনির্ণিত অন্ধকার থেকে উড়ে আসা গুচ্ছ গুচ্ছ আলোর ফুলকি, তোমরাই প্রিয় বাল্যবন্ধু আমার-- দিয়েছিলে অনন্ত আগুন-সান্নিধ্যের রাত-- যদিও জানতাম, তোমরা কেউ ছিলে না খসে পড়া তারা-- এমনকি তারাদের খুব কাছের আত্মীয় কোনো-- তবু মুঠো ভরে তোমাদের কুড়াতে চেয়েছি; আর সুগন্ধি গাবের ফুল, যাকে চৈতি বকুল বলে ডাকি-- শেষ বসন্তের রাতে তারও পেছনে ছুটেছি বহুবার-- কেননা শিস বাজানো দোয়েলের মতো চৈতি বকুলের ঘ্রাণ আমার আবাল্য বন্ধু--
যদি কখনো প্রত্যাশা পূরণের পুণ্য প্রহর ফিরে পাই-- জেনে রেখো, প্রিয় পিতামহের কাছ থেকে জোনাক-জন্ম চেয়ে নেব...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন