রবিবার, ৮ জুন, ২০১৪

বিরহের ভাঁজচন্দ্র : ফকির ইলিয়াস


Faqir Elias 

কতদূর পরিণত বয়স, কতদূর নীল হাড়ের অস্তিত্ব
তা খুঁজতে খুঁজতে একদিন মধ্যযৌবনের মুখোমুখি
দাঁড়াই। দেখি একটি কালোচিল গলা বাড়িয়ে দেখছে
আমাকে। দেখছে বনের ভেতরের হলুদ ফুল— আর
তরুলতাকে জড়িয়ে ধরা মাটির মমত্ব। মাঝে মাঝে
চোখ ঘুরিয়ে দেখছে— বহুদিন পর এই লোকালয়ে
বৈশাখি ঝড় কীভাবে তছনছ করে দিয়েছে সকাল।

কতদূর সুর্যের ঝিলিক, কতদূর প্রেমের রোদগোলাপ
সেই চুম্বনদৃশ্যের অঙ্কন খুঁজতে খুঁজতে আমি যখন
প্রমত্ত পদ্মার তীরে ফিরি— দেখি, কয়েকটি সম্মিলিত
বিরহের ভাঁজচন্দ্র তাকিয়ে আছে বোকার মতো, ঠিক
আমাদের দিকেই। আমরা ভুলে যাচ্ছি হাত ধরাধরি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন