দেখো,
নির্মম ঠান্ডায়
নগ্ন
গাছে ঝুলে আছে শীতের মৌসুম
তোমার
হাতের মুঠো থেকে
ছোট্র
পাখিটিকে মুক্ত করে দিয়ে
একটু
স্থির আর লাজুক হাসি দাও
আমি
দেখি নিদারুন মানসিক যন্ত্রণা।
আমরা
কি গাইবো আবার !
যেভাবে
উষ্ণ ছিলাম- হাতে হাত রেখে,
জ্বলজ্বলে
সূর্য থেকে একটু ছায়ায়
আমরা
কি এভাবে থাকতে পারিনা?
প্রয়োজনের
চেয়ে আরো সুদৃশ্য করে
আলো
জ্বালাবো, একটু নীরবে?
অন্ধকার
ক্রমশ বাড়ছে; আমাদের সতর্ক হতে হব
এবং
এই অদৃশ্য আলো আমাদের একমাত্র ভরসা-
এই
বিপন্ন শিখা, শুরু
থেকেই জ্বলছে
ঝিকিমিকিয়
হয়ে, আসন্ন বিপদের দিকে
আমার
কাছে আসো, আরো কাছে...
আমি
অক্ষম- কিছুতেই বলতে পারি
না
আমার
হাতে হাত রাখ।
চলো
জেগে থাকি যেনো শুভ্র ঝরে
আমাদের
প্রাণ না চলে যায়।
[ওয়ালিদ খাজিন্দার
১৯৫০ সালে গাজায় জন্মগ্রহণ করেন। তিনি ফিলিস্তিনের একজন খ্যাতনামা কবি। ১৯৯৭ সালে
প্রথম ফিলিস্তিনি হিসেবে কবিতায় পুরস্কার লাভ করেন। ]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন