(১)
দলে ভারী নই তবু মেলা
আগামী বছর করে করে পার হয়ে যাচ্ছে বেলা
হাত গুটিয়ে বোঝাই সবাইকে, বুঝলে সাধনা!
কেউ দেখলো না
ঠিক তখনই মনে ধাক্কা দেয়
তপ্ত এক ঢেউয়ের দোলা। আহা! কত আশা
প্রচ্ছদে আঁকাবো সেই দীপ্ত সাদা বকটার পাখা।
ভাবনায় কতকিছু আসে
অভাব শব্দটা অপেক্ষা টাঙ্গিয়ে রাখে
নিজেকে আশ্বাস দেই, দেখো ঠিক একদিন হবে।
(২)
মাপ ঠিক নেই ছোট বড় হয়ে গেছে
তবু বই! নিজের হাতে বাঁধাই করি
স্কেচ জানি শক্ত মলাটে তাই হিরণ্যগর্ভ আঁকি।
দুতিনটা হাতে বাকিগুলো ব্যাগে
পরিবারকে কে বোঝাবে এটাই একমাত্র পথ
সংসারের থলে ভরবার জন্য
লেখা ছাড়া আর যে কিছুই শিখি নাই।
(৩)
দ্বিধা-দ্বন্দ্বে পড়ে যাই নতুন লেখক
প্রকাশকের এক বান্ডিল টাকা চাই
সাথে আছে শর্ত।
একদিকে স্বপ্ন অন্যদিকে শঙ্কা
বই বিক্রি হয় কিনা!
কি লজ্জা! কি লজ্জা! আত্মবিশ্বাসে বেহাল দশা।
তাকিয়ে রয়েছে যজ্ঞের হরেক মত
কিছু বলুন! গরম চায়ে পুড়ে যায় ঠোট।
(৪)
আহা! দেখুন না আইডিয়াটা মন্দ না
আমিই প্রথম
বই সাথে আবৃত্তির সিডি, একেবারেই ফ্রি!
জানি বই পড়ার সময় নেই
অসুবিধা কি ভাবীতো আছে সে পড়বে
ল্যাপটপে অথবা এনড্রয়েড ফোনে ভরে রাখবেন
কাজের ফাঁকে শুনতে পারবেন।
আরে না না কে চাইছে আপনার কাছে?
এমনিই একডজন রেখেছি।
ইয়ে আগামী মাসেই আছে এক আলোচনা সভা
না বললে শুনবো না! আপনাকেই প্রধান অতিথী করছি
কোম্পানীর নামটা ব্যানারে প্লেস করতে হবে যে
কবে দেখা করবো একটু যদি বলতেন!
অভাব শব্দটা অপেক্ষা টাঙ্গিয়ে রাখে
নিজেকে আশ্বাস দেই, দেখো ঠিক একদিন হবে।
(২)
মাপ ঠিক নেই ছোট বড় হয়ে গেছে
তবু বই! নিজের হাতে বাঁধাই করি
স্কেচ জানি শক্ত মলাটে তাই হিরণ্যগর্ভ আঁকি।
দুতিনটা হাতে বাকিগুলো ব্যাগে
পরিবারকে কে বোঝাবে এটাই একমাত্র পথ
সংসারের থলে ভরবার জন্য
লেখা ছাড়া আর যে কিছুই শিখি নাই।
(৩)
দ্বিধা-দ্বন্দ্বে পড়ে যাই নতুন লেখক
প্রকাশকের এক বান্ডিল টাকা চাই
সাথে আছে শর্ত।
একদিকে স্বপ্ন অন্যদিকে শঙ্কা
বই বিক্রি হয় কিনা!
কি লজ্জা! কি লজ্জা! আত্মবিশ্বাসে বেহাল দশা।
তাকিয়ে রয়েছে যজ্ঞের হরেক মত
কিছু বলুন! গরম চায়ে পুড়ে যায় ঠোট।
(৪)
আহা! দেখুন না আইডিয়াটা মন্দ না
আমিই প্রথম
বই সাথে আবৃত্তির সিডি, একেবারেই ফ্রি!
জানি বই পড়ার সময় নেই
অসুবিধা কি ভাবীতো আছে সে পড়বে
ল্যাপটপে অথবা এনড্রয়েড ফোনে ভরে রাখবেন
কাজের ফাঁকে শুনতে পারবেন।
আরে না না কে চাইছে আপনার কাছে?
এমনিই একডজন রেখেছি।
ইয়ে আগামী মাসেই আছে এক আলোচনা সভা
না বললে শুনবো না! আপনাকেই প্রধান অতিথী করছি
কোম্পানীর নামটা ব্যানারে প্লেস করতে হবে যে
কবে দেখা করবো একটু যদি বলতেন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন