রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪

বিগত পথরেখা-১ ।। আবু মকসুদ


অতীতের বাড়ি পৌছাতে হাঁটি
রাস্তা ঠিক আছে কি না, ভাবতেই
পথরেখার পাড়ে দেখি হারিকেনের আলো
সামনের হাটে শৈশব, বিক্ষিপ্ত ঝরাপাতা
স্বর্ণের মূল্যে পায়ে পড়ায় বিগত গীত
কুড়ান কালে তাহারা পড়শি ছিল
সদরের দরজার উন্মুক্ত ছিটকিনি
আর একজোড়া উন্মুখ চোখ
আমাদের ফেরার পথের দীর্ঘ সময়
অতিবাহিত করে ক্লান্ত হবে না জেনে গেলে
দুরন্ত ইচ্ছেরা অহেতুক কালক্ষেপণ করত
পরবর্তীত সময়ে শরীরে মেদ লেগেছে
উন্মুখ চোখ চালশে দৃষ্টির ওপারে
খুঁজে মেঘ, দুরন্ত ইচ্ছেরা আর
বৃষ্টি ঝরাতে যায় না মেঘের বাড়ি
তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন