শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪

প্রতীক্ষার প্রহর।। মনিরা ফেরদৌসী মনি


তোমারই প্রতীক্ষায় কাটিয়েছি
আমি কত নিদ্রাহীন রাত --,
তুমি আসবে বলে বিছায়ে রেখেছি
লাল গোলাপের পদ্ম আসন ।।
তোমাকে ভেবেছি
স্বপ্নের ক্যানভাসে
কখনও নীল অথবা সবুজে --,
ঘুমের মাঝে জেগেছি কতবার
শুধু তোমার প্রতীক্ষার প্রহর গুনে ।।
ভুলে গেছি আমি কি
দিয়ে সাজাবো তোমায় --,
লোকালয় ছেড়ে
চলে যাব দূরে ।।
বিস্তীর্ণ মরুচরে
সীমাহীন প্রান্তরে --,
আকাশ মিশেছে
যেখানে মাটির সাথে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন