শুক্রবার, ৩০ মে, ২০১৪

রনজু রাইম ।। ফুল খেলবার দিন

ভালোবাসার বাগানে প্রতিদিন ফুটছে অজস্র ফুল
আদরে কি অনাদরে কোনোটা ফুল কোনোটা ভুল
বাগানে ফুলচাষিদের বিরামহীন পরিচর্যা দিনরাত
যদিও সেই ফুলেদের ছিঁড়ে নেয় ভুল কোনো হাত

ভালোবাসা দিবসে সাতরঙা ফুল ফুটেছে বাগানে
আর তাকে ঘিরে আজ পাখিরাও মশগুল গানে
জুঁই চামেলি বেলি কোনোটা জানান দেয় ফাগুন
কৃষ্ণচুঁড়া পলাশ শিমুল বুকে তার কেবলি আগুন

ফুল ফুটছে পাখিদের অবিরাম গানে মন উচাটন
প্রিয়ফুল ফোটে না কোনো বাগানে বিনা হৃদয়কানন
ফুল ফোটাতে যতোটা, বাঁচাতে ঠিক ততোটা নয়
ভালোবাসার বুকে লুপ্ত ঘ্রাণ, লেখা জয়-পরাজয়

আজ ফুল খেলবার দিন ফুটেছে ফাগুন চারদিকে
পলাশ শিমুল দেখে চোখে-বুকে জ্বালছি নিজেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন