শুক্রবার, ৩০ মে, ২০১৪

প্রহর ।। মোনালিসা চট্টোপাধ্যায়


সে-ই একদিন জেনে যাবে ধারাপাত কাকে বলে
গুণিতকে কার জোর কত বেশি যা দিয়ে সকলে সমান ভাগ পায়৷
সমস্ত নকল ভুল আর মিথ্যেগাফিলতি একদিন কাঁটা ও কম্পাসে দেবে কম্বুরেখা ৷
স্বরসপ্তকের সব ঋজুরেখা জুড়ে আমি যেন তার গুনের গৌরব আমি কি বেভুল কথা লিখি ?
যোগে যোগে তবে এত ভুল খেলা কেন আমায় খেলালে ?
বিয়োগ বিষাদ আনে দীপশলাকা কখন !
দিবানিশি এক দুই লেখা দিনপত্রী কতটা বিস্বাসযোগ্য ? আর কতটা প্রখর প্রাসঙ্গিক ?
আমিও জেনেছি প্রাগৈতিহাসিক প্রকৃতি আর তার নিঝুম প্রহর ৷
সে নারী পুরুষ মিলে প্রসিদ্ধ গণিত মাত্র ৷
তার কোনো পরিহাস নেই দিনরাত্রি অবিরত গণিতের রাশিমালা ৷
তাকে কি জানাবো কার হাতে সময়ের রসায়ন ৷
ধারাপাত পড়িনি কখনো আমি , নিজেই জানি না , কি করে প্রহর গুনেছি আমি ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন