শুক্রবার, ৩০ মে, ২০১৪

কৃষ্ণ প্রেমিক নারদ মুনি ।। যাকির সাইদ


তোমায় যদি আর না দেখি
আমি যেন অন্ধ হইগো
সখী আমি যেন অন্ধ হইগো
তুমি আমার জীবন মরণ সই
সখীরে, তুমি আমার জীবন মরণ সই।।
পাপে ডুবলে নরকবাসী
প্রেম ডুবলে কী!
রাম জানে কী প্রেমের মর্ম
দুঃখী জানকী
প্রেমের আগুন মধুর আগুণ গো
সখী পুড়ে পুড়ে সোনা হইগো
পুড়ে পুড়ে সোনা হই
তুমি আমার জীবন মরণ সই।।
কৃষ্ণ প্রেমিক নারদ মুনি
নরকে তার ভয়
রাধারানী কৃষ্ণ প্রেমে
নরক করলো জয়
ধ্যানে জ্ঞানে না পাই যদি গো
সখী আমি যেন অন্ধ হইগো
আমি যান অন্ধ হই
তুমি আমার জীবন মরণ সই।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন