শুক্রবার, ৩০ মে, ২০১৪

প্রিয় ঘুম: চান্দের রাতে ।। মোহাম্মদ নূরুল হক



আকাশও মাঝে মাঝে আমার কাছে আসেন নির্ধুম আগুন  জ্বেলে জলের বল্কলে
আমি রাত জাগি একা, ঈর্ষায় পুড়ে মরেন রূপহীন অপরূপা চান্দের সতিন
মানুষের মন পড়ি__পেজ মার্ক দিয়ে রাখি মুগ্ধ পাঠকের মতো বিম্বিত অক্ষরে 
ক্ষেপে উঠে উন্মাদেরা; রাধিকারা আসকারা পেয়ে পেয়ে ঢেউ তোলে জলের ঘূর্ণনে
নিতম্বে কলস এঁকে নদীর ঢেউ ভাঙেন পার্বতীরা নীলরাতে স্রোতের শয্যায়

ঘুমিয়ে পড়ব আজ প্রিয় বোনৱ___বান্ধবীর কোল জুড়ে দূরারোগ্য ব্যাধের মতোন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন