আরো একটা হৃদপিণ্ডের শব্দ ধ্বনিত হচ্ছিল
এখন শান্ত, নীরব
জমানো কষ্ট এবং বিষাদ ঝেড়ে কিছুটা
হালকা লাগছে, মুক্তির আনন্দ অনুভূত
হচ্ছে কি না এই মুহুর্তে বুঝতে পারছি না
শুধু মাথায় ভিড় করছে ছুরির ঝলক
রক্তে মাখামাখি প্রাণহীন দেহ
তুমি আর ফিরবে না, জীবন লণ্ডভণ্ড করতে
ফিরবে না আর, ছেঁড়া ন্যাকড়ায় ছুরি মুছতে মুছতে
দেখছি ঘন কালো রক্ত গড়িয়ে যাচ্ছে
ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্তে, নিষ্প্রাণ দেহে
পুনরায় ছুরি ঢুকাতে উদ্যত, থেমে যায় হাত
মায়া এসে ভর করে, অথচ এ মায়া তোমার
পাওনা নয়, মৃত্যুর হীমশীতলতাই তোমার একমাত্র আশ্রয়
স্মৃতিক্রান্ত হওয়ার নয়, নিরুদ্বেগ
হওয়ার কারণে উঁকি দিচ্ছে খানিকটা স্মৃতি
দুঃস্বপ্ন তাড়া করলে পুনরায় উদ্যত ছুরি
যে ব্যথা, বেদনায় কেটেছে আমার অতীত
যে কষ্ট সয়েছি তার তুলনায় তোমার
কষ্ট তুচ্ছ, ছুরির এই খেলা মন্দ লাগছে না
ভাল লাগছে, হালকা লাগছে, তুমি ফিরবে না
অপমানে জর্জরিত করতে কোন দিন ফিরবে না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন