বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪

তুচ্ছগুচ্ছ গুচ্ছভাবনা || সাইফুল্লাহ মাহমুদ দুলাল


হাসপাতালের কবিতাগুলো কবুতরের মতো ঘুর ঘুর করে
তারা বুঝে না ট্রান্সট্রোমারের ভাষা-
শুধু খুঁটতে থাকে দুঃখদানা, খুঁজতে থাকে মাটির মন।


মলত্যাগ, জলত্যাগ আর ‘বুশের দেশ’ ত্যাগ এক নয় জেনেও
কবুতরগুলো আবৃত্তির ঢং-এ তেলায়েত করে বাকবাকুমবাক
তখন কুমারী নার্সেদের নাড়ীতে নাড়া দেয় নিঃসঙ্গবোধ
            বোধের ভেতর বাজতে থাকে সেলফোন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন