কথা : তপন বাগচী
সুর ও কণ্ঠ : ফকির আলমগীর
চন্দন কাঠ তোমাকে পোড়াবে এমন সাধ্য নাই
তুমি যে নিয়েছ প্রতি বাঙালির হৃদয়ের মাঝে ঠাঁই॥
পর্দায় তুমি নাচে-অভিনয়ে সেজেছ হৃদয়-রানি
কে বলে তোমার বিদায় হয়েছে, জেগে আছ ঠিক জানি।
আকাশে-বাতাসে অই মধুনাম কেবলি শুনতে পাই॥
কোথায় পালাবে, কোথায় লুকাবে-- সব পথ আজ রুদ্ধ
তোমার পরশে শিল্পের পথ হয়ে আছে জানি শুদ্ধ॥
পাবনার মেয়ে সুচিত্রা সেন সব বাঙালির প্রিয়
হে চিরকালের নায়িকা মহান, রবে চিরস্মরণীয়
শিল্পের রূপে চিরযৌবনা, তোমার তুলনা নাই॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন