শনিবার, ৩১ মে, ২০১৪

সুতার কল ।। শরাফত হোসেন

বড়ো খাপছাড়া এ জীবন, রেলপথ ধরে হাঁটতে হাঁটতে
পেরিয়ে যাই সমুদ্রতলদেশ, সীমান্তের বেড়া ঠেলে
গুটিকয়েক স্বপ্ন ঢুকে পড়ে পরদেশি ললনার ঠোঁটে
আঁকে মানচিত্র।

ঝুমবৃষ্টি, বাতাস উড়িয়ে নিলে পরনের গামছা
সুতাকলে জেগে ওঠে বৃষ্টির গান, মৃত্যু-সম্ভাবনা তাড়িয়ে
ক্ষুধাতুর দেহ আড়াল করে রঙিন কষ্ট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন