শনিবার, ৩১ মে, ২০১৪

গুম হওয়ার আগে ।। মুক্তি মণ্ডল

আমিও গুম হয়ে যেতে পারি
ফাঁসি ঠেকানো মতলবে রাস্তায় মৌলবীদের তাণ্ডবে ঝলসে যেতেও পারি
বোবা বৃক্ষশাখায় ঝুলে থাকতে পারে
আমার হৃৎপিণ্ডের টুকরো টুকরো অংশ ও কবজির দাগ
যে কোন মুহূর্তেই পায়ের রগ উধাও হয়ে যেতে পারে

এই আশংকায় গণ আকাঙ্ক্ষার তলপেট ফুটো করে আমি ঢুকে যেতে চাই
গণতন্ত্রের হৃদয়াভ্যন্তরে
ফালিফালি করতে চাই তার টাটকা হলুদ কলজে ও ফুসফুস
টকশোবাজ, হলুদ পাখি ব্যবসায়ী, দার্শনিক ও বকধার্মিক কবিদের নাকে এসে
লাগুক কলজে ও ফুসফুসের সুস্বাদু ঘ্রাণ

আনন্দে ডগমগ হয়ে নাচতে থাকো হে রাষ্ট্র হে ক্ষমতার রসুই ঘর

রোদ্দুরের আঁচ এসে উসকে দিক আমাদের সুবর্ণ স্বপ্নকে
উধাও হওয়ার আগে
আমিও চাই আমার নাগে এসে লাগুক তাজা কয়লায় সেকা মাংসের ঘ্রাণ
হাতা গুটানো জামার হাতায় চোখের পানি মুছুক
বুজুর্গ ও কামেল

তেতে উঠুক আমাদের হাসি-ঠাট্টার মনুষ্যচর্বি ও আসমানী বিজলি ঘর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন