চিৎকার করে কবে যেন বলেছিল ওরা -শান্তি, মাগো শান্তি
তারপর কবুতর তার দানা শেষে উড়ে গেছে
অন্ধকার ডানা মেলে শহুরে কাক ঠিক যেন কথা রাখে !
চোখের সামনে বুড়ো হয় বাবা, মা; দাদা-দাদীর মরা চোখ!
জোয়ান শরীর, জোয়ান শহর
চারদিকে আশ্বাস, আহা বিশ্বাস -কথা রাখে !
বেরিয়ে যে যাই আসলে কোথায় যাই ?
দরজার বাইরে সেটেলমেন্ট, দরজার ভেতরে সেটেলমেন্ট
বিষধর ফণা তোলা সেটেলমেন্ট !
লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ...
দেহের লোভ মনের কাছে এসে হেরে যায় বহুবার
হাসি বলতে যেটা
দেখে না দেখার ভান,
শুনে না শোনার ভান
সেটাও তো গলার কাছে এসে মরে যায়,
পচে গন্ধ ছড়ায়।
তারচে মুখ বুজে থাকাই ভালো।
চলছে চলুক মন্দ কি –অন্নকে গিলে ফেলুক অন্ন !
শুক্কুরে শুক্কুরে হল আষ্টো দিন !
আমি না জানি প্রেম, না জানি নিবেদন,
কি আর বলবো, ইদানীং ঈশ্বরও বুঝি গঞ্জের মহাজন !
তারপর কবুতর তার দানা শেষে উড়ে গেছে
অন্ধকার ডানা মেলে শহুরে কাক ঠিক যেন কথা রাখে !
চোখের সামনে বুড়ো হয় বাবা, মা; দাদা-দাদীর মরা চোখ!
জোয়ান শরীর, জোয়ান শহর
চারদিকে আশ্বাস, আহা বিশ্বাস -কথা রাখে !
বেরিয়ে যে যাই আসলে কোথায় যাই ?
দরজার বাইরে সেটেলমেন্ট, দরজার ভেতরে সেটেলমেন্ট
বিষধর ফণা তোলা সেটেলমেন্ট !
লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ...
দেহের লোভ মনের কাছে এসে হেরে যায় বহুবার
হাসি বলতে যেটা
দেখে না দেখার ভান,
শুনে না শোনার ভান
সেটাও তো গলার কাছে এসে মরে যায়,
পচে গন্ধ ছড়ায়।
তারচে মুখ বুজে থাকাই ভালো।
চলছে চলুক মন্দ কি –অন্নকে গিলে ফেলুক অন্ন !
শুক্কুরে শুক্কুরে হল আষ্টো দিন !
আমি না জানি প্রেম, না জানি নিবেদন,
কি আর বলবো, ইদানীং ঈশ্বরও বুঝি গঞ্জের মহাজন !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন