শনিবার, ৩১ মে, ২০১৪

একবার ডাকো যদি ।। কুমার দীপ



তুমি একবার ডাকো যদি
এই ঘর, এই ঘড়া ফেলে
শ্যামের বাঁশির ডাকে গৃহত্যাগী রাধিকার মতো
যেতে হবে চলে।
এই কথা জানি
তবু কীটানুর মতো প্রাণে
ব’য়ে চলি জীবনের ঘানি।

হায় অমৃতের ফুল ! অযুত কল্পোলতা !
আমাদের সারাটা জীবন জুড়ে শুধু
একটি মৃত্যুর কী যে নিদারুণ রসিকতা !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন