শনিবার, ৩১ মে, ২০১৪

মুহাম্মদ ইলিয়াছ।। বেদনার রঙ


আকাশটা যদি নীল নাও হতো;
আমাদের বেদনার রঙ কখনো ধূসর হতো না।
ক্ষয়িষ্ণু জীবনের দীর্ঘ-দীর্ঘ অনুচ্ছেদে-
কষ্টগুলো হয়ে থাকে ব্রাকেটবন্দী।

মেঘলা আকাশটায়ও শুকতারা আছে;
যেখানের তারাদের কোলাহল-সমাবেশ-
বেদনাগুলো সেখানেও নীল-নীল হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন