কত আর বলা যায় প্রিয়তমা বেতার তরঙ্গে
ইথারে বাতাসে শুধু ভেসে আসে শরীরের ঘ্রাণ
একসূত্রে বাঁধা যেন আমাদের দুটি ভিন্ন প্রাণ
মানস মুকুরে দেখি কত রুপ তোমার সে অঙ্গে
তোমার মুগ্ধতা আমি পাঠ করি বসে এই বঙ্গে
বুঝে গেছি বহু আগে সুহাসিনী নেই পরিত্রাণ
আকালে নাকাল আমি লণ্ডভণ্ড বিক্ষুব্ধ তুফান
কখনো বিদ্যৎ বেগে তেড়ে আসো নানা রঙ্গে ঢঙ্গে
তোমার উপমা খুঁজি অন্তরিক্ষে চন্দ্রিমার সাথে
হাসির ঝলক দেখে তন্দ্রালস ঘুম ঘুম আঁখি
মোমের শরীর খানি সম্ভ্রমের পোষাকেই ঢাকি
কথা বলি আনমনে অন্তহীন নিশুতি এ রাতে
আর কত বলা যায় দুর দেশে তুমি প্রিয়তমা
সকল গোপন কথা গোপনেই বুকে রাখি জমা ।।
হাসির ঝলক দেখে তন্দ্রালস ঘুম ঘুম আঁখি
মোমের শরীর খানি সম্ভ্রমের পোষাকেই ঢাকি
কথা বলি আনমনে অন্তহীন নিশুতি এ রাতে
আর কত বলা যায় দুর দেশে তুমি প্রিয়তমা
সকল গোপন কথা গোপনেই বুকে রাখি জমা ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন