মিছিলের মত মৃত্যু আসে। কেউটে বিড়ালের পায়ে ঝুলে থাকে পৃথিবীর উচ্ছিষ্ট পাপ।
আর বর্তুল শিম্পাঞ্জীর দল দেশলাই জ্বালিয়ে পোড়ায় মানুষ না হওয়ার আর্তনাদ।
জাফরানি মেঘঝরা দিনে নাচঘরে আসে টাটকা রমনী।
তার ব্রয়লার বুকে ভাসে অমরত্বের কৌনিক উপপাদ্য।
অথচ আমি, মিছিলফেরত শিম্পাঞ্জীর চলতিপুরুষ।
মোনালিসার ব্লাউজ শুঁকেই পেয়ে যাছি অনুসিদ্ধান্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন