শনিবার, ২৮ জুন, ২০১৪

শাহানা সিরাজী ।। অনুভব -১৩


চোখের কোণে কখন আটলান্টিক মহাসাগর জেগে উঠেছে
বোঝার আগেই দেখি নায়াগ্রার জলপ্রপাত ভিড় করছে
বললাম, সরো , মন ভেজা তে দাও চোখ নয়
কিন্তু চোখের জানালা ভেঙে এমন স্রোত এলো
মন যে কোথায় হারাল আর খুঁজেই পেলাম না ...

ওয়ার্ল্ড কাপ ফুটবলের মতো এপায়ে ওপায়ে
নিবিড়তম পরিচর্যায় অপেক্ষা করে কাপটি তারই
রঙ বেরঙের কুটুম সুতোয় বাঁধা খেয়ালি বৃষ্টি
আবার পথ খোঁজে নাহ এখানে পাহাড়- নদীর সখ্যতা নেই
বিষণ্ণ রোদ্দুরে দুপুরের সিঁড়ি বেয়ে যেতে হবে অন্য কোথা!
ওই কীতপতঙ্গের বুক তো তোমারই ছিল!
এখন খাঁখাঁ বিরানভুমি বরষায় ডোবা আকাশ
সাঁতরে ফিরে কদম ভেজা শরীরের খোঁজে!
মনাড়ালে নৈশব্দতা আঁধারের রূপ খোঁজে
আমি দেখি শ্রাবনের ঢল ভাসায় আবার বাঁচায় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন