..............................
প্রচণ্ড গরমে ভেজা গামছার মতো বাতাসি-রাত
খুব ভালো করে মন মুছে দিলে
আর শিরিষের ডালে ঘুম দেখে শালিকের
হে জীবনানন্দ, আপনাকে মিস করি খুব।
ঘড়ির কাঁটা, অফিসের গলি, প্রেমিকার কোলাহল
সব থেমে গেলে
আপনার চোখ নিয়ে বসি
মেডিকেল পড়ুয়ার মতো কেটেকুটে দেখি
চোখ নয়, জমে থাকা অভিমানী মার্বেল
টলমলে ধানসিঁড়ি নদী।
এছাড়া ব্যাচেলর জীবনে ভুনাডিম মেখে
যখনই মুখে নলা তুলি
আপনাকে মিস করি খুব
আর বকা দেই লাবণ্য দাশকে
যার ভুনাডিমে মিশে ছিল
অন্য কারো প্রেম, ভিন্ন কাতরতা।
সব থেমে গেলে
আপনার চোখ নিয়ে বসি
মেডিকেল পড়ুয়ার মতো কেটেকুটে দেখি
চোখ নয়, জমে থাকা অভিমানী মার্বেল
টলমলে ধানসিঁড়ি নদী।
এছাড়া ব্যাচেলর জীবনে ভুনাডিম মেখে
যখনই মুখে নলা তুলি
আপনাকে মিস করি খুব
আর বকা দেই লাবণ্য দাশকে
যার ভুনাডিমে মিশে ছিল
অন্য কারো প্রেম, ভিন্ন কাতরতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন