আমার ছোট মেয়ে
কাল বিকেলে প্রশ্ন করে, আমায় কাছে পেয়ে।
আচ্ছা বলো ,বাবা
একটা বিষয় বুঝছিনাতো খেলছি যখন দাবা।
মরছে ঘোড়া , সৈন্য এবং মরছে রাজার হাতী
সামনে যারা থাকছে তারা মরছে রাতারাতি।
রাজা থাকেন পেছন সারির মাঝখানে এক পাশে
তার বিপদে চুপ না থেকে দৌড়ে সবাই আসে।
থাকেন তিনি নিরাপদে , একখানেতে স্থির
তবে কেন বইতে পড়ি রাজারা সব বীর ?
এমন কেন হয় ?
সামনে যারা দাঁড়িয়ে তারা রাজার কি কেউ নয় ?
একটু কিছু হলেই আমার তোমরা ছুটে আসো
কাছে যারা থাকো সবাই কতই ভালোবাসো ।
কিন্তু দাবাখেলায়
রাজা কেন দাঁড়িয়ে দেখেন এমন অবহেলায় ?
নড়েন তিনি সবার শেষে হচ্ছে যখন ইতি
এই খেলাতে এমন কেন আজব রীতিনীতি ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন