ঝড়োবাতাসদুপুর নরম ঠোঁটে ফিরতি বাঁশি বাজায়
কাঙ্ক্ষিত সময় যেতে যেতে অভিমানী রঙে ঢালা সাজায়
হৃদয়টা কখন লাশ হোল বুঝে উঠার আগেই গণকবরে
অথচ কথা ছিল হাঁটু জলে নৌকা ভাসাবো ...
প্রামাণিক পথিক পথেই পথ হারাল
বোধিবৃক্ষ চুপচাপ কোথাও স্পর্শ নেই
যদি জানতাম ব্যথা কেন পাই
চোখ কেন ভেজা ... দোয়েলের কণ্ঠে কী গান বাজে !
সময়ের পাতা ছিরে ছিরে তুলে আনতাম বিষণ্ণতার
বাবুইবেলা ...চড়ুই চড়ুই দিনের মোহময় অনুরাগ ঝেড়ে
ফের এঁকে দিতাম ক্লাসিক নৃত্যের অবিরত ছাপ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন