মারো বকো গালি দিলে দাও যতখুশি < আমি হাসি তারাদের মিটিমিট আলো জ্বলে রাতে ৷
আমাকে দেখবে বলে এতদূর ডেকে পথকে চেনাও এই তোমার পথিক ?এই তোমার নিশুত আলো ?
বেশ তো বলেছে শেষ , বেশ তো বলেছ জিরো মানে শূন্য ৷
হিসেবের টান টান রং আমি যেন কাকতাড়ুয়ার টুপি , অনাবশ্যক পথিক শুধু আমি
না বুঝি মনন আর না বুঝি জীবন - পথ হয়ে হয়ে শুধু শুয়ে আছি তোমাদের পায়ে পায়ে ৷
মৃত্যু যদি আসে সেই আমি আবার আমার পথ হয়ে সামনে দাঁড়াব ৷
তখন ভ্রমণ নামে যাবে আমার সবুজ লাল কবিতার পাতা ৷
কে আর আমার আছে ? উলঙ্গ পথের নাম যারা দিল তারা কি পেল নতুন নাম ?
শুধু আছি বলে যারা থেকে গেছে দূরে গাছতলার ছায়ার মত
দেখো তারা ভিজবে ঝড়ের জলে , তারা দূরে নক্ষত্রের মত মিটমিট আলো নিয়ে হাসে
এমন হাসিটি কার কিসে , কোন কাজে লাগে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন