গ্লাসে চুমুকে বৃষ্টির গন্ধে নৃত্যরত রাত
হেলে পড়ে চাঁদের কোলে জড়িয়ে ধরো হাত
কোন চুমুকে জেগে থাকো জোছনা ভেজা মন
কোন চুমুকে ঝরে পড়ো বৃষ্টি সারাক্ষন
কোন ধারাতে স্নান করো চাঁদনী গভীর হলে
কেনই আবার হারিয়ে যাও ভোরের আলো দেখে
কেন বল হাতটি ধরো গ্লাসটি রাখো চোখে রাখো চোখ
ভর দুপুরে তৃষ্ণা রেখে ভাটির টানে চলছো রেখে শোক
মনের ঘরে তালা দিয়ে খুঁজে ফের রাত দুপুরে
সুখের চাবি কোন নগরে কোথায় আছে পড়ে
ফিরে দেখো ভাঙা শহর কাঁদছে একা গুমরে
দেহের ভেতর দেহ রেখে হাঁটছে নগর দেখ রে!!
ভালবাসা নয় তো সোজা নয় তো কেবল তালের রস
এক জীবনে হয় না দেখা মানুষ নামের অমনিবাস !!
সুখের চাবি কোন নগরে কোথায় আছে পড়ে
ফিরে দেখো ভাঙা শহর কাঁদছে একা গুমরে
দেহের ভেতর দেহ রেখে হাঁটছে নগর দেখ রে!!
ভালবাসা নয় তো সোজা নয় তো কেবল তালের রস
এক জীবনে হয় না দেখা মানুষ নামের অমনিবাস !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন