বুধবার, ১১ জুন, ২০১৪

বলের আকার ।। চন্দন চৌধুরী


টিয়ে পাখির শখ হয়েছে খেলতে যাবে বিশ্বকাপ
আগাগোড়া ড্রেস কিনেছে, এসছে দিয়ে বুটের মাপ।
ফিঙে বলে, ‘বুঝলে ভায়া, শখটা তোমার মন্দ নয়
পাখিরা ফুটবল খেলবে, আমারও পছন্দ হয়।
সমস্যাটা অন্যখানে, বলটা অধিক গোলগাল
লাথি দিলে যায় যে কোথায়, খুব হয়ে যায় ভুল চাল।
গোল না হয়ে বলটা যদি চৌকোনাই হতো
কিংবা ধরো লুডুর মতো, কিংবা মাকুর মতো;
তখন রে ভাই খেলতে গেলে হতো দারুণ মজা
মানুষগুলো হারতোই রোজ, হতো পাখির প্রজা।’

টিয়ে বলে, ‘এই কথাটা আমিও ঠিক জানি
বলের আকার নিয়ে মানুষ আঁটে ফন্দিখানি।
বলের আকার চৌকোনা বা তিনকোনাটা হলে
বিশ্বকাপের কাপ থাকতো পাখির দলে দলে।
মানুষগুলো ছল করেছে, বল করেছে গোল
বারের ভেতর বল ঢোকারও নাম দিয়েছে ‘গোল’।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন