সেলাই করা চোখের পাতায় কুমার পোকার বাসা
মাটির নীচে বিশ্বাস অবিশ্বাসের স্পন্দন
হঠাৎ আলো-আঁধারি আকাশে সূর্য বুঝি
ঢাকা পড়ে যায় মেঘে
কার কার কবিতায় আছে মৃত্যুঞ্জয় আলো
খুঁজে ফেরা চোখ আলোর বিপরীতে
ছড়িয়েও হারায়
চিঠিরা চিরকাল চলে প্রতিকূলে
আশাবাদী চেতনার মূলে মিথ্যার অহম
হতাশাবাদী চেতনাও অবিশ্বাসের ঘরে
ভাবনাহীন শ্রমিক জীবন এর চেয়ে ভালো
কামারের নেহাই-হাতড়ির ঐকতানে
ঢাকা পড়ে যায় মেঘে
কার কার কবিতায় আছে মৃত্যুঞ্জয় আলো
খুঁজে ফেরা চোখ আলোর বিপরীতে
ছড়িয়েও হারায়
চিঠিরা চিরকাল চলে প্রতিকূলে
আশাবাদী চেতনার মূলে মিথ্যার অহম
হতাশাবাদী চেতনাও অবিশ্বাসের ঘরে
ভাবনাহীন শ্রমিক জীবন এর চেয়ে ভালো
কামারের নেহাই-হাতড়ির ঐকতানে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন