মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

বার বার-বার আসে : মহীবুল আজিজ


এই ফুল হয়তো বুধবারে ফুটেছিল
বুধবারে আমি দেখি নাই
তবে সেটা মঙ্গলেরও তো হতে পারে
নাকি সোমের
রবির কী হতে পারে
মনে হয় না
বৃহস্পতিতেও ফোটে ফুল এবং
বুধের ফুলেদেরও কিন্তু তখন ফুল্লত্ব বজায় রয়েছে 


বৃহস্পতিবারে বুধের কিছু ফুল দেখি
বৃহস্পতিরও দেখি
কিন্তু আমি বুধের কিছু ফুলকে হয়তো
বৃহস্পতির বলে মনে করি
হয়তো সেগুলো বৃহস্পতিতে ফোটা ফুলের চেয়েও
প্রফুল্ল রয়ে যায় ও তাদের বুধত্ব পেরিয়ে
এমনকি তারা শুক্রে এসেও
দুনিয়ায় দারুণ রঙিণ দেখায়
শুক্রেও ফুল ফোটে এবং
বুধ বৃহস্পতি শুক্র মিলে
ফুলেরা বাড়তেই থাকে
এর মধ্যে অবশ্য কিছু ফুল মরে যেতে থাকে 


শনিবারে আমার হিসেব মেলে না
মরে যাওয়া ফুলটি কী বুধের না বৃহস্পতির
নাকি শুক্র’র
শুক্র’র ফুল কী শনিতে মরে
কোন্ ফুল কি বারে মরলো তাতে কার কী লাভ
মানুষেরাও তো কোন না কোন বারে মরে
বার কি কারও মনে থাকে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন