সোমবার, ৯ জুন, ২০১৪

ওই কারা সেরে উঠেই হামাগুড়ি দিচ্ছে ।। কচি রেজা

ওই কারা সেরে উঠেই হামাগুড়ি দিচ্ছে ---কত কত কাচ ভেঙ্গে
ছুঁড়ছে  চিতায়--- সব মরা মরা বোতল , নিভে যাওয়া বেড়ালের
অন্তর ছাপানো কান্না শোনা যাচ্ছে অলিতে গলিতে , -ছায়া দাহ হবে
জেনে সাদা শাড়ি থেকে উড়ে যাচ্ছে মহাজোনাক আর বালি সইয়ে
নিচ্ছি চোখ -সেই প্রথম বুঝেছিলাম, কেন অষ্ট্রিচ পাখির ডিমের ভাঙ্গা
খোলে পড়ে আছো , যখন এত তরল এত হাওয়ার স্নান হাতছানি
দিচ্ছে আর নিচু হয়ে কুড়াচ্ছি  , দূরত্ব দেখছি ,  সরে যাচ্ছি
তখন একবিন্দু হাঁটছে না তাকাচ্ছে ই না ---অথচ তোমাকে চাই
আমি হাতমোজা অবধি চাই---

আমি কী দীর্ঘশ্বাসের মাধ্যাকর্ষণ বিষয়ে কিছু শিখব , বোতামের ঘরে
দুজনেরইতো মন্বন্তর , তুমি আমার চলে যাওয়া দেখছ তাকিয়ে এদিকে
মৃতদের মতো ঘেমে উঠেছে আমার চুল---

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন