কেউ কেউ বলে
কিরে! ইন্দ্রিয় অবশ করে
পঁচে মরছিস কেন একা একা ঘরে?
বেকসুর ভাবছিস নিজেকে তাইনা!
হাসিও অকাট্য হয় প্রথম শুনছি
হাসিতে হাসিতে বলে যাচ্ছে
ছনের দাওয়ায় পড়ে আছি নাকি
ঘুম ঘুম ঘোরে।
এখন ব্যস্ততা পারলে উপড়ে নিয়ে
বসিয়ে দেয় বাণিজ্য পালে।
নড়ে ওঠে গোড়া, টের পাচ্ছো!
বাতাস বইছে
এখনই নাকি সময়, ইতর হয়ে
লিখে দিতে হবে
এই সুরারোপে আমি একজন তোরা
স্রোতে গা ভাসিয়ে যেতে হবে।
বসিয়ে দেয় বাণিজ্য পালে।
নড়ে ওঠে গোড়া, টের পাচ্ছো!
বাতাস বইছে
এখনই নাকি সময়, ইতর হয়ে
লিখে দিতে হবে
এই সুরারোপে আমি একজন তোরা
স্রোতে গা ভাসিয়ে যেতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন