সোমবার, ২ জুন, ২০১৪

রাহেল রাজিব ।। গিটারে ঝড় তুলে রাতের তারারা নেমেছে আমার ঘরে!



গিটারে ঝড় তুলে রাতের তারারা নেমেছে আমার ঘরে
দ্রুতগামী ট্রেনের হলকা বাতাসে উড়ে গেছে মন; শুধু
স্মৃতিময় এক কিশোরী মুখের পাশে নিজেকে দেখি বারবার
গিটারে ঝড় তুলে ফিরে গেছে হারানো দিনের কেউ, বহু
পুরনো অ্যালবামে জেগে থাকে মধুময় চাঁদের করুণ ম্বপ্ন!

আমাদের বুকে জেগে থাকে মরুঝড়, নামের আড়ালে
আমরা মৌলবাদী মনে মনে- গিটারে ঝড় তুলে চলে গেছে
পুরনো সকল প্রতিশ্রুতি। শুধু পৃথক হয়ে গেছে দুটো রেখা।

গিটারে ঝড় তুলে চলে গেছে পেন্সিলে আঁকা আকিঁবুকি
কিশোর খেলা! শুধু একটি সাইকেল- নিঃসঙ্গ পড়ে থাকে
পার্কের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকে অচেনা কেউ; মধু
খেয়ে উড়ে গেছে মৌমাছির দল; গিটারে ঝড় তুলে মধ্য
রাতের তারার দল নেমেছে আমার ঘরে, ব্যবচ্ছেদ করছে
আমার কিশোর বুকের আকিঁবুকি, পেন্সিল রঙতুলি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন