মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪

হে পূণ্যময়ী রমণী ।। নূরুল হক


[বৈজয়ন্তীকে নিবেদিত]

পান্ডুর হয়েছে আজ পান্ডুলিপি অযত্নে হেলায়
বিবর্ণ ধূসর আর দূর্বিসহ জীবনের মাঠ
ক্রমশঃ মলিন হয় স্মৃতিময় সবুজ তল্লাট
নিষ্প্রান চাহনী নিয়ে বসে থাকে গোধুলি বেলায়।

অথচ চিত্রিত ছিল প্রেমকাম তোমার আনন
অজস্র অবজ্ঞা আর অবহেলা ছিল নিত্যসঙ্গি
লিখেছি বিনম্র রাতে কথকথা সব অঙ্গভঙ্গী
উজাড় হয়েছে সেই পান্ডুলিপি স্মৃতির কানন

যতই পান্ডুর হোক পান্ডুলিপি হে পূণ্যরমণী
যতই ঝরুক ঘৃণা, যত হোক রক্তের ক্ষরণ
সহসা তোমাকে কেহ পুষ্পপত্রে করিবে বরন
তুমিতো কামজ ছায়া চিত্রকল্প কবিতার ধবনি

অদৃশ্য অশ্রুর কাছে কোনদিন মানো নাই হার
বৈজয়ন্তী হাতে নিয়ে দূর করো দূবৃর্ত্ত আঁধার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন