বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪

মিল-অমিলের সঙ্গে ।। মোহাম্মদ নূরুল হক

তোমার সঙ্গে যত অমিল, তোমার সঙ্গেই মিল 
মনের ভেতর উধাও নদীর উড়ন্ত গাঙচিল!

হায়রে আমার মাতাল নদী, হায়রে নদীর ঢেউ 
অমাবশ্যায় আর কি তেমন সাঁতার কাটে কেউ?

নদী তো নয় জলকুমারি। শরীরজোড়া সাপ।  
তোমার সঙ্গে লুকোচুরি, ‍জলেই প্রথম পাপ।

আমি পাপি, ভুলোমনা ভুলেছি নামধাম  
তুমি কেন তুললে ফণা, শরীর ভরা কাম!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন