শনিবার, ৫ জুলাই, ২০১৪

মেটাফর ।। বীরেন মুখার্জী

Biren Mukherjee



ম্রিয়মাণ আলোয় ভেঙে গেলে নিঃশব্দ প্রতিচ্ছবি
উপাসনালয়ের নির্জনতা খুন হয় পবিত্র ব্যাৎসায়নে;
যারা আজও নিজেদের মানুষ দাবি করে, তাদের
কর্ণিয়া ঘিরে লাল পিঁপড়ের দল উত্তুঙ্গ নাচে আর
পাহাড়সমেত ভরসন্ধ্যা উড়ে যায় মেঘের শাসনে।

মিছিলফেরত মানুষ ছিল নদী-নির্মাতা, বনস্পতি ভূমে
পবিত্র যোগফল খোদাই করে গড়েছে সভ্যতার বন্দর
এখন তালুতে বন্দি মরুমুদ্রা
প্রান্তবাসী তবু খোঁপায় গোঁজে নদীভ্রমণের রূপকথা!

মিছিলফেরত মানুষ এখন বসন্তের অথর্ব পুরোহিত
অবগাহনে খোঁজে মরুজল!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন