শুক্রবার, ১ আগস্ট, ২০১৪

কবি মামুন রশীদ এর জন্মদিন আজ


Mamun Rashid
আজ শনিবার (২ আগস্ট) সাংবাদিক, কবি মামুন রশীদÑএর ৩৭তম জš§দিন। তিনি ১৯৭৭ সালের আজকের দিনে পাবনা জেলার শালগাড়িয়ায় মাতুতালয়ে জš§গ্রহণ করেন এবং বর্তমানে তার বাস বগুড়া জেলার কলোনীতে। তিনি মানবকণ্ঠের সহকারী সম্পাদক পদে কর্মরত আছেন। ইতোপূর্বে তিনি দৈনিক জনকন্ঠ এবং দৈনিক আজকের কাগজ ছাড়াও পাক্ষিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করেছেন। তাছাড়া কবি ও গদ্যকার হিসেবেও তার পরিচিতি রয়েছে। এ পর্যন্ত  তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা আটটি। কালোপাতা ওড়ো সাদা ছাই,  কুশল তোমার বাঞ্ছা করি, তোমার পরে মেঘ জমলে এবং এই বইটির কোন নাম দিবো নাÑশিরোনামের চারটি কাব্যগ্রন্থ ছাড়াও রয়েছে প্রবন্ধগ্রন্থÑবাংলাদেশের কবিতা, সৃজনে অর্জনে, জীবনীগ্রন্থÑডিরোজিও এবং ছোটদের জন্য গল্পগ্রন্থÑ ডাইনি  বুড়ি ও অন্যান্য গল্প এবং সবুজ বাড়ির ভূত। সম্পাদনা করেছেন সাহিত্যের কাগজ ‘দ্বিবাচ্য’ এবং যৌথভাবে ছোটদের কাগজ ‘ভূতটুস’। তার কবিতা অনূদিত হয়েছে ইংরেজী এবং আসামের ভাষায়। বগুড়া লেখক চক্রের সদস্য মামুন রশীদ এর জš§দিনে বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি কবি ইসলাম রফিক, সহ-সভাপতি হাবীবুল্লাহ জুয়েল, সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম, সহ-সাধারণ সম্পাদক শাহান ই জেসমিন ডরোথী, গণ-সংযোগ সম্পাদক আমিনুল ইসলাম রনজু, আসর পরিচালনা সম্পাদক কামরুন নাহার কুহেলী, নির্বাহী সদস্য নিখিল নওশাদ, আনিছ রহমান, মামুন স¦রকার ও মঞ্জুরুল ইমরান। এছাড়া বগুড়া লেখক চক্রের উপদেষ্টাদের মধ্যে কবি, প্রাবন্ধিক মুহম্মদ শহীদুল্লাহ্্, আতিকুর রহমান মিঠু, এ্যাড পলাশ খন্দকার, কবি শিবলী মোকতাদির এবং কবি সাংবাদিক জি এম সজল শুভেচ্ছা জানিয়েছেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন