মৃত্যুসংবেদ
পাপগ্রস্থ আঙ্গুলে কিছু
মুগ্ধতা ছড়িয়ে দেয়া রাত্রি, ক্রমশ গত হয়েছে আমাদের কতিপয় আয়নাসঙ্কেতে।
তোর ঠোঁটের উপর তখন
স্বেচ্ছাচারী বিষপিঁপড়ার দল; নীল রক্তের সাথে পুরনো রিদমে বেজে ওঠে প্রত্নসঙ্গীত,
বিস্তারিত হাওয়ায় হাওয়ায়...
আমি জেগে উঠি গুহাকালে,
আদিম বাইসনচিত্রে; ধূসর বৃষ্টিরাতে শিখি নিখুঁত মৃত্যুসংবেদ।
তোর পবিত্রতার প্রতিটি
বিরামচিহ্ন আমার ঘরে আনে কবরের সুবাস; আর আমি জেগে থাকি বিভ্রান্তিতে, পরলৌকিক
গুল্মছায়ায়...
মৌমিতা
শৈশবকালীন পরাগরেণুর বিষণ্ণ
গন্ধ,
লালনীল সাইকেলে বেজে ওঠা
নিপুণ প্রেম,
ঘুমপাহাড়ে গিয়ে বাষ্প হলে-
ডালিম শিখিয়ে দেয় আমাদের
নির্ভুল রক্তইশারা
শহুরে বাতাসে তোমার
আর্দ্রতা-
ও পাখি, তুমি ধরা পড়ো
বিরহখাঁচায়।
প্রতিটি প্রেম বস্তুতঃ
নিখুঁত পুনর্জন্মের খেয়াল,
তোমার অধরে ব্র্যাকেটবন্দি লাল
টেলিগ্রাম...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন