মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪

ফলবাজারের তাজা খবর ।। আইরিন সুলতানা



কমলার দুই গোলার্ধ ইদানীং চেপে গেছে আরো,
মালটার আগ্রাসনে।
বহুবর্ষের কোয়া কোয়া রাজত্য মালটার প্রকোষ্ঠে মুখ থুবড়ে পড়েছে আজ।
উন্নত মেরুর সুডৌল মালটা,
পাশে চিমসে যাওয়া আদি কমলার ইতস্তত পড়ে থাকা।
সেয়ানা দোকানীরা খদ্দেরের সম্মুখে ঠেলে দেয়
রূপ। রঙ। রস। 
লালায়িত কর্পোরেট জিহ্ববা মজে যায় মালটার উজ্জ্বল গাত্রবর্ণছটায়।
মালটার ফালি বেয়ে বুঁদ বুঁদ অহং গড়ায়।
পরাস্থ কমলা পড়ে থাকে একদা-এক সময়ের ঝুড়িতে।
উৎসুক চোখে সদ্য আগত ক্রেতাটি দেখে,
ফলবাজারের ছত্রে ছত্রে মালটার জয় জয়কার।

পত্রিকার কাটতি বেড়ে আকাশচুম্বী
শিরোনামে  ফলবিদের উক্তি-
'মালটা একটি আগ্রাসী ফল’।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন