মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪

ভালোবাসা অথবা অধরা মূহূর্ত ।। রেজাউল করিম রনি


তোমাদের এতো এতো পোষা অতীত বলো কোথায় গেলো?
আমারে কেউ একবার গতদিনের হাসি অথবা
কান্না দেখাও অবিকল!

আঁধারের ভীতি পেতে চায় স্থিতি -সময়ের নামে
পৃথিবীতে কোন দিন, কোন সময় কোথাও যায় না।
আগুন অথবা ভোরের নিয়মে সময় শুধু আসেই।
কোথায় গেছে আমাদের মহান মৃতরা?
এরা তো কোথাও যায় না।
চিহ্নহীন ফিরে ফিরে আসে সবুজের অসিয়তে।
আজ নয়, কাল নয়, নয় অন্য কোন দিন বা কালের হিসাব
আমিতো ভালোবাসি প্রতিটি নিঃশ্বাসের সমান বয়সী জীবন নিয়ে
তোমাদের ধূলা খেলা --অলিক অবহেলা।
তোমার স্বপ্নরা কাশ ঝাড়ের আইল ধরে ছুটে ঘোর গাদলা দিনেও
অামাদের জীবন বৃষ্টির শব্দের মতোন উৎসব ঘিরে-
ধীরে ধীরে মাটি আর সবুজের অলিখিত প্রেমের ঘরে যায় ফিরে।
এই পৃথিবীতে সব শব্দেরা শহীদ হয়ে যায় কালে কালে অর্থের চাপে
ফলে চিরকাল আমার ভালোবাসা অধরা মুহূর্তের মতো নিবীর নিরব হয়ে থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন