কর্ণফুলীকে প্রবাহমান রাখায় ফেনী নদীর দৃঢ়তা
দেখে লুসাই পাহাড় শঙ্কিত হয় ... আমি আছি তো
কর্ণফুলী ফেরায় না, দাও , সারা বিকেল পান করিনি
ঝিরঝিরে বাতাস জলের শরীর ছুঁয়ে যায়
শান্ত ওচোখ লাইটার ...
চশমা পরিনি চিরুনি দিইনি পান খাইনি
দুরন্তপনায় হুড়মুড় চৌকাঠ গ্লাস হাতে
এসো...
কিছু ময়লা জৈবসার হয়
কিছু দাগ থেকেই যায়
কিছু কথা চুপচাপ কাতর
কিছু সময় হাঁটে , একা,সাত রাস্তা হতে চেনা পথ
আবার অচেনা ...
এমনি করে রাত ফুরায় পথ ফুরায় না
মোহনায় নদীর ব্যক্তিগত নাম থাকে না
চশমা পরিনি চিরুনি দিইনি পান খাইনি
দুরন্তপনায় হুড়মুড় চৌকাঠ গ্লাস হাতে
এসো...
কিছু ময়লা জৈবসার হয়
কিছু দাগ থেকেই যায়
কিছু কথা চুপচাপ কাতর
কিছু সময় হাঁটে , একা,সাত রাস্তা হতে চেনা পথ
আবার অচেনা ...
এমনি করে রাত ফুরায় পথ ফুরায় না
মোহনায় নদীর ব্যক্তিগত নাম থাকে না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন