মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪

প্লাস্টিক সার্জারি ।। সাইফুল্লাহ মাহমুদ দুলাল

পাখিরা ভুলে যাচ্ছে উড়ালের বানান ও ভাষা, কলাকৌশল
প্রজন্মপাখি প্রজাতি এখন উটপাখি।

প্রকৃত আর প্লাষ্টিক কখনই এক নয়; আমি তোমাকে চিনিনা কেনো?
নৃতত্বের আয়নায় খুঁজে পাইনা নিজেকে। আমি সংখ্যালঘু, আমি কাঁদি; আমরা না।

ঘুড়িরা ফিরে আসেনা। তবু লাটাই সুঁতায় লেগে থাকে মমতা মাখানো নাড়ির টান,
ঘুড়ির শিরা-প্রতিশিরা-উপশিরায় প্রতিমহূর্তে প্রবাহিত আমার স্বত্তা-অস্তিত্ব।


আমি তো ভুলিনি রোদে দগ্ধ পিঠে শুকিয়ে যাওয়া ঘামের লবনাক্ত নদীর নাম
তুমি ভুলে গেলে, আউশ-আমন-বোর ভাতের ঘ্রাণস্মৃতিনেশা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন