শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪

মাইল্লাডোবার চেয়ে প্রেমময়ী ।। সালমান তারেক শাকিল


সময়টা ভীষণ অসজ্ঞায়িত
রুদ্রটানে কেবলই মৃত্যুর খেলা
কেবলই যন্ত্রণাউৎসুক..

কী রাত্রি
কী দুপুরের বারান্দায়

কখনোই কেউ বলেনি
অপেক্ষা ‌‌‌‌‌‌‌‌‌তোমার জন্য।

মেঠোপথ ছেড়ে শহুরে রাজপথে
শব্দের অনস্বীকার্য প্রেম
অতপর একদিন বাংলা একাডেমির ঘাসে
লিখে দিলাম প্রেমের উত্তর।

তুমি বললে,

অনেকদিন পর, একা শহরে বালিকা হয়ে
তুমি বললে, এখানে কেউ নেই।
এখানে তুমি অার অামি।

অামি চেয়ে দেখি বাংলা একাডেমির ঘাসে সবুজ নেই।
পত্রপল্লবে চেতনার বুদ্বুদ।

তুমি নাকি রয়ে গেছ সেই গ্রামেই। সেই রোদ্দুরে।

প্রেমের কবিতা এত সস্তা না। একটা দাম, অাছে।

মাইল্লাডোবার চেয়ে প্রেমময়ী অার কেউ নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন