হে আকাশ
তুমিতো বুঝে গেছো দূরগামি
মেঘের মন,
তাইতো বিশাল হয়ে আছো নিজস্ব নিয়মে।
জমিনের জমানো ধূলা বা জীবনে পথচলার স্মৃতি
আর দূর্বার নৈশব্দ-হাহাকার বুঝে
সেই মতো আজও বৃষ্টি হয় এই পৃথিবীর সবুজ জুড়ে।
বিশাল পাহাড় একবিন্দু জলের আগুনে জ্বলছে নিরব
হাওয়ার উদরে পাহাড় নিরাপদ ব্যাদনা নিয়ে আজও দাঁড়িয়ে
আমরা শুধু দেখি এই সব ব্যবহারিক বিশালতা।
ভুলে গেছি, কি করে চড়ে হাওয়ার গোপন কোলে
সময় ইতিহাসের বাড়ির দিকে চলে।
আমরা যারা ভেসে ভেসে জন্ম নেই জলের পাঁকে
আমাদের চিবুকে ব্যাদনার চুমোর দাগ আর জলের দংশন লুকিয়ে
বলি মেঘের গল্প, দেখাই বিশালতার আকাশ।
পাহাড় আর মেঘের এই সারি সারি পথ চলা কখনও হয় না অতীত
ভালোবাসার ব্যাদনায় পৃথিবীতে বৃষ্টি হয়।
অধরা হাওয়ার প্রেম হয় না জানা
মানুষের জন্ম কেবলই বৃষ্টিময়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন