শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪

আধুনিক মগজ ।। ফিরোজ আহাম্মদ

চাদেঁর কাছে সূর্যের ঋন শোধ হলে
গলে যাবে ডাকাতিয়া নদী
ঢেউয়ের ডানায় প্রৌঢ় রাত্রির নিস্তব্ধতা।
দস্যু ইদুর গিলে নেয়
হৈমন্তের মাঠে ঝরা ফসলের লাশ
তোমার কাছে বেড়ে যাক দায়দেনা
শরীরের কাপড় খুলে নিলেও
আমার আধুনিক মগজে
আশ্রয় মিলবে উদ্ধাস্তু পাখিদের
ভুলপথে হেটে যাওয়া বাতাস
শরমের পালক ছিড়ে
নগ্ন বসে থাকে আমার সামনে
আরো ঋনী হতে দাও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন