পাতার ঠোঁটে চুমো খায় কামুক রোদ
রাত জেগে থাকে, শিশিরধোয়া একজোড়া পা দেখবে বলে।
পাখিরা সিনেমা হলে যায়, মানুষেরা তাদের নিয়ে কী বানায় তা দেখতে।
নদীরা নোংরা জলে সাঁতার কাটে
আর অভিসম্পাত দেয় মানুষের নামে।
সূর্য বসে বসে পোড়ায় গায়ের জ্বালা,
আর, আর শীতেরা নির্বাসনে থাকে দীর্ঘকাল!
ভরাবর্ষায় ছইয়ের নৌকায় যে বউ যায় বাপের বাড়ি
তার প্রতীক্ষায় একা কিশোর রোজ জলে নামে।
'আয় ঘুম আয়' বলে চাঁদ ডাকে-
একদিন ভরসন্ধ্যা বেলায় পৃথিবীটাই ঘুমিয়ে পড়ে।
আর অভিসম্পাত দেয় মানুষের নামে।
সূর্য বসে বসে পোড়ায় গায়ের জ্বালা,
আর, আর শীতেরা নির্বাসনে থাকে দীর্ঘকাল!
ভরাবর্ষায় ছইয়ের নৌকায় যে বউ যায় বাপের বাড়ি
তার প্রতীক্ষায় একা কিশোর রোজ জলে নামে।
'আয় ঘুম আয়' বলে চাঁদ ডাকে-
একদিন ভরসন্ধ্যা বেলায় পৃথিবীটাই ঘুমিয়ে পড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন