সব আত্মহত্যাই তো এক ধরনের হত্যা। হাসান আপনাকে কে হত্যা
করেছে এটা যদি কোনো কাগজে লিখে যেতেন তাহলে খুব ভালো হতো।
এখন তো আমার সবাইকে খুনি মনে হচ্ছে। আপনার বন্ধুরা শোকসভার
আয়োজন করলো। মুখ কালো করলো। হাসান, মুখগুলোকে আমার খুনি
মনে হয়েছে। ঘরে আপনার বোনেরা গলা ছেড়ে কাঁদছে। কোথায় তাদের
প্রবোধ দেব। তা না। -আমার খুনি মনে হচ্ছে। দৈনিক কাগজে আপনার
ছবি দেখলাম। হাসান কাগজটার হেডলাইন জুড়ে রক্ত। সংসদ ভবনের
সামনে পতাকা উড়ছে। -সবুজ ঐ পতাকাটা কি আপনাকে খুন করেছে!
বরং কোনো চিরকুটে যদি লিখে যেতেন কে হত্যাকারী। সন্দেহ হতো না।
হাসান, পুনরায় আত্মহত্যা করার আগে আমার কথাটা ভেবে দেখবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন