পৃথিবী আমার কত মহাদেশ তোর
সবার হালচাল এক নয় বলেই
ছন্দে পয়ারে ভিন্নতার অনেক রূপ
অনেক তৈজস নকলে আসলে মিলে
আমাজান যমুনা এক নয় তবু বহে
তবু জল দিয়ে পারের পারকে সাজায়
কেমন করে ফেলে দিয় যাবতীয় বাসনায়
যখন ফোটানো ফুল ঝরে ঝরে যায়
জানিস তো বানরের ক্ষত শুকায় না
দলেরই ভালবাসায় ভিজতে ভিজতে
এক পৃথিবী থেকে অজানা পথে হারায়
গোরখাদকের চোখে আর জল থাকে না!
পাথুরে চেতনায় ফাটল ধরলেই
ভুমিকম্প নতুন পর্বতের পত্তন করে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন