তুমি কি এখনও আছ তিরিশ বছর আগের মত
পথ চেয়ে কি দাঁড়িয়ে থাক তিন রাস্তার মোড়ে ?
ঘুম ভেঙ্গে জানালায় খুঁজ কি রাতের আঁধারে
চিঠি গুলো কি রেখেছ বই এর পাতার নীচে ?
জেগেছিল শুকতারা তোমার আলতো পরশে
হংস বলাকারা বলে যায় কথা শুনেছ কি তুমি
নির্জনে ঘুঘুর ডাকে আসে নেমে বিরহীর অশ্রুজল
জমে আছে কত কথা বলব যে গানে গানে ।।
তোমারই বিরহে কত নিশি কেটেছে এমনি করে
একা একা বলেছি কথা তারাভরা আকাশের সাথে
বলাকারা উড়ে যায় ঐ দূর নীলিমার পানে ।
তিরিশ বছর কেটে গেল আজ তোমাকে না বলে
ছায়া হয়ে কেউত এল না তোমার মত করে
আছ কি তুমি যেমন ছিলে তিরিশ বছর আগে
শিউলি ফুলের গন্ধ হয়ে তারা ভরা রাতে ...।।
হংস বলাকারা বলে যায় কথা শুনেছ কি তুমি
নির্জনে ঘুঘুর ডাকে আসে নেমে বিরহীর অশ্রুজল
জমে আছে কত কথা বলব যে গানে গানে ।।
তোমারই বিরহে কত নিশি কেটেছে এমনি করে
একা একা বলেছি কথা তারাভরা আকাশের সাথে
বলাকারা উড়ে যায় ঐ দূর নীলিমার পানে ।
তিরিশ বছর কেটে গেল আজ তোমাকে না বলে
ছায়া হয়ে কেউত এল না তোমার মত করে
আছ কি তুমি যেমন ছিলে তিরিশ বছর আগে
শিউলি ফুলের গন্ধ হয়ে তারা ভরা রাতে ...।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন