তোমার মতো প্রেমার্ত স্পর্শ কেউ করেনি,
চিবুক ছুঁয়ে বলেনি কেউ পাশে এসে বসো;
এই গুমোট হাওয়ার রাতে দীর্ঘ অপেক্ষা ভেঙে
নেমে যাও গভীরে_যেখানে জন্মান্তরের ওমে গাঁথা আছে
যাবতীয় ক্ষুধা-তৃষ্ণার স্বরলিপি_অকৃপণ শিল্পের রসদ।
চৌরাশিয়ার লঘু মূর্চ্ছনায় সেধে নাও নিজস্ব সুর।
আমি স্বপ্নের স্বল্পদৈর্ঘ্য ইশতেহার মুছে ফেলতে ফেলতে
তলিয়ে যাই প্রতিদিন, তৃষ্ণার গাঢ় আলিঙ্গনে।
অবশেষে হাতের তালুতে দেখি পাতা ঝরা শীত;
ওমের অপেক্ষা নিয়ে লাল-নীল বিভ্রম ছড়ায় অন্য কেউ।
তবে কী দৃশ্যের ওপার কিংবা তৃষ্ণাব্যস্ত রাতের দেয়ালে
লেখা হলো আমারই নাম?
হায়! ভোরের কুয়াশা ভেঙে পাখা মেলে নির্ভেজাল রোদ,
আর সমার্থক হতাশায় ভেঙে পড়ে পাললিক ডানা
কবিতার সংশ্রবে।
চিবুক ছুঁয়ে বলেনি কেউ পাশে এসে বসো;
এই গুমোট হাওয়ার রাতে দীর্ঘ অপেক্ষা ভেঙে
নেমে যাও গভীরে_যেখানে জন্মান্তরের ওমে গাঁথা আছে
যাবতীয় ক্ষুধা-তৃষ্ণার স্বরলিপি_অকৃপণ শিল্পের রসদ।
চৌরাশিয়ার লঘু মূর্চ্ছনায় সেধে নাও নিজস্ব সুর।
আমি স্বপ্নের স্বল্পদৈর্ঘ্য ইশতেহার মুছে ফেলতে ফেলতে
তলিয়ে যাই প্রতিদিন, তৃষ্ণার গাঢ় আলিঙ্গনে।
অবশেষে হাতের তালুতে দেখি পাতা ঝরা শীত;
ওমের অপেক্ষা নিয়ে লাল-নীল বিভ্রম ছড়ায় অন্য কেউ।
তবে কী দৃশ্যের ওপার কিংবা তৃষ্ণাব্যস্ত রাতের দেয়ালে
লেখা হলো আমারই নাম?
হায়! ভোরের কুয়াশা ভেঙে পাখা মেলে নির্ভেজাল রোদ,
আর সমার্থক হতাশায় ভেঙে পড়ে পাললিক ডানা
কবিতার সংশ্রবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন